স্মাইকেলের চোখে লেজার মারায় ইংল্যান্ডকে জরিমানা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২১, ১০:১৪ পিএম

ডেনিশ গোলরক্ষক ক্যাস্পার স্মাইকেল

ডেনিশ গোলরক্ষক ক্যাস্পার স্মাইকেল

ইউরো ২০২০ এর সেমিফাইনালে ডেনমার্কের বিপক্ষে ম্যাচে ডেনিশ গোলরক্ষক ক্যাস্পার স্মাইকেলের চোখের উপর এক দর্শক লেজার মারায় ইংল্যান্ড ফুটবল এসোসিয়েশনকে (ইএফএ ) ৩০ হাজার ইউরো জরিমানা করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। 

এছাড়া ডেনমার্কের জাতীয় সঙ্গীত বাঁজার সময় ইংলিশ দর্শকদের দুয়োঃধ্বনী দিয়েছিল বলে অভিযোগ রয়েছে।

ইউরোর সেমিফাইনাল তখন অতিরিক্ত সময়ে, বিতর্কিত এক পেনাল্টি পেয়েছে ইংল্যান্ড। ইংলিশ ক্যাপ্টেন হ্যারি কেইন তখন পেনাল্টি নেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ডেনিশ গোলরক্ষক ক্যাস্পার স্মাইকেল প্রস্তুতি নিচ্ছিলেন সেই বল ঠেকানোর। তখনই আচমকা গ্যালারি থেকে কোনো এক ইংলিশ দর্শক লেজার মারেন স্মাইকেলের মূখমন্ডল বরাবর। 

প্রথম দফায় স্মাইকেল সেই পেনাল্টি থেকালেও, ফিরতি বলে গোল করে ইংল্যান্ডকে ফাইনালে পৌছে দেন হ্যারি কেইন।

বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়ম শৃংখলা জনিত শাস্তির নীতিমালা প্রণয়ন করে  উয়েফা। শনিবার এলো শাস্তির ঘোষনা। শুধুই লেজার কান্ড নয়, ইএফএ শাস্তি পাচ্ছে আরো এক ঘটনায়। ডেনমার্কের জাতীয় সঙ্গীত যখন বাজতেছিল ইংলিশ দর্শকেরা দুয়ো দিয়েছে ডেনিশদের। এছাড়াও ওয়েম্বলিতে জার্মানির বিপক্ষে ম্যাচে কিক-অফের আগে জার্মান জাতীয় সঙ্গীত চলার সময় দুয়োঃধ্বনী দেয় ইংরেজ সমর্থকেরা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh