ঝিনাইদহে বাগান থেকে নবজাতক উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২১, ০৪:২৮ পিএম

মেহগনি বাগান থেকে নবজাতক উদ্ধার

মেহগনি বাগান থেকে নবজাতক উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শিবনগর এলাকার একটি মেহগনি বাগান থেকে নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। কন্যা নবজাতকটি জীবিত অবস্থায় পাওয়া গছে। 

রবিবার (১১ জুলাই) দুপুর দেড়টার দিকে উদ্ধার করা হয়। নবজাতককে উদ্ধার কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার দুপুরে রেহেনা খাতুন নামে এক নারী কাশিপুর থেকে হেটে শিবনগর এলাকায় আসছিল। পথিমধ্যে শিবনগর এলাকার অনিল পালের মেহগনি বাগানের মধ্যে এক নবজাতকের কান্নার শব্দ শুনতে পান। এ সময় তিনি নবজাতক পড়ে থাকতে দেখেন। পরে তিনি কোলে তুলে নেন। বর্তমানে শিশুটি শিবনগর এলাকার রিমা খাতুনের জিম্মায় আছে। 

কালীগঞ্জ থানার এসআই জাকারিয়া মাসুদ জানান, নবজাতকটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রিংকু জানান, নবজাতকটি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। অক্সিজেন দিতে হবে। আশা করি দ্রুতই সুস্থ হয়ে যাবে। কন্যা নবজাতকটি একদিনের বলে ধারনা করা হচ্ছে।  

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh