চুয়াডাঙ্গায় করোনায় ও উপসর্গে আরো ৬ জনের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২১, ১১:১৭ এএম

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ইউনিট

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ইউনিট

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও এর উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গায় গত ২৪ ঘন্টায় আরো ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় তিনজন ও উপসর্গ নিয়ে তিনজন মারা গেছে। 

এসময়ে ৪৭৩ জনের নমুনা পরীক্ষা করে ১২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭ দশমিক ০৬ শতাংশ। 

আজ সোমবার (১২ জুলাই) এসব তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা আবাসিক মেডিকেল অফিসার ডা. এএসএম ফাতেহ্ আকরাম।

নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫৩ জন, আলমডাঙ্গা উপজেলায় ২৩ জন, দামুড়হুদা উপজেলায় ৩১ জন ও জীবননগর উপজেলায় ২১ জন রয়েছেন। এদিন ২৬ জন সুস্থসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৬০৮ জন। এছাড়া আরো ৪৪৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। 

চুয়াডাঙ্গায় বর্তমানে আক্রান্ত রোগী রয়েছেন ১ হাজার ৯২৯ জন। তার মধ্যে হোম আইসোলেশনে আছে ১ হাজার ৮০২ জন ও হাসপাতালে আছে ১২৭ জন। জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৬৭৭ জনে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh