করোনাভাইরাস : যশোরে আবার একদিনে ১৭ জনের মৃত্যু

যশোর প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২১, ১২:৩৭ পিএম | আপডেট: ১২ জুলাই ২০২১, ১২:৪২ পিএম

 যশোর জেনারেল হাসপাতাল। ফাইল ছবি

যশোর জেনারেল হাসপাতাল। ফাইল ছবি

যশোরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা আবার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালে মারা গেছেন ১৭ জন। এর মধ্যে ১২ জন করোনায় ও পাঁচজন উপসর্গে মারা গেছেন।

আজ সোমবার (১২ জুলাই) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে আজ সকাল পর্যন্ত ভর্তি রয়েছেন ১৬২ জন ও ইয়েলো জোনে ৬৬ জন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় রেডজোনে ভর্তি হয়েছে ৩৮ ও ইয়েলো জোনে ৩৭ জন।    

এদিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে ৫৬৯ জনের নমুনা পরীক্ষায় ২১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ৬১১ জনে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh