বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২১, ০৪:৪৩ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আব্দুর রাজ্জাক (১৯) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের কামদেবপুর গ্রামের রমজান গাজীর ছেলে।

ভাড়াশিমলা ইউপি সদস্য আব্দুল খালেক খান জানান, রাত দুইটা থেকে আড়াইটার মধ্যে সীমান্তে গুলির শব্দ শুনেছেন। স্থানীয়দের কাছ থেকে তিনি জেনেছেন সীমান্তের ইছামতি নদী সংলগ্ন হিঙ্গলগঞ্জ বিএসএফ ক্যাম্পের উত্তর পাশ থেকে গুলিতে নিহত আব্দুর রাজ্জাকের মরদেহ বিএসএফ নিয়ে গেছে।

আব্দুর রাজ্জাকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা হাবিবুর রহমান সবুজ।

তিনি জানান, আব্দুর রাজ্জাকের মরদেহ ফেরত আনার জন্য তারা বিজিবির কাছে আবেদন করেছেন।

বিজিবির বসন্তপুর বিওপির হাবিলদার খলিলুর রহমান জানান, আব্দুর রাজ্জাকের মৃত্যুর বিষয়টি উল্লেখ করে পরিবারের পক্ষ থেকে বিজিবিকে জানানো হয়েছে। তাদের পত্র আমলে নিয়ে বিএসএফকে চিঠি দেয়া হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh