ডেঙ্গুতে ২৪ ঘন্টায় আরও ৭০ জন আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০২১, ০৬:০৯ পিএম

দেশে করোনাভাইরাসের সংক্রমণে প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা।

দেশে করোনাভাইরাসের সংক্রমণে প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা।

দেশে করোনাভাইরাসের সংক্রমণে প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। এই মহামারির মধ্যেই এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতেও আক্রান্তের সংখ্যা বাড়ছে আশঙ্কাজনহ হারে। 

গত ২৪ ঘন্টায় এই রোগে আক্রান্ত হয়েছেন আরও ৭০ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিলো ৫২ জন। তার আগের দিন এই সংখ্যা ছিলো ৪৮ জন। 

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ২০৯ জন। শুধু ঢাকাতেই চিকিৎসাধীন রয়েছেন ২০৮ জন।

সোমবার (১২ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপরেশন সেন্টারের সহকারি পরিচালক ডা. মো. কামরুল কিবরিয়া এসব তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, গত জুনে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছিলো মোট ২৭১ জন। চলতি বছর জুন মাসের প্রথম ১২ দিনেই এই রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২৫ জন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh