টিকা নেবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০২১, ০৯:৪০ পিএম | আপডেট: ১২ জুলাই ২০২১, ১১:৪৯ পিএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিতে নিবন্ধন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘সুরক্ষা’ ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করেছেন তিনি। তবে এখন পর্যন্ত তাকে টিকা দেয়ার তারিখ জানানো হয়নি।

সোমবার (১২ জুলাই) বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ম্যাডাম মহাখালীর ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে টিকা নেবেন।

গত ৯ জুলাই ‘সুরক্ষা’ ওয়েবসাইটে টিকার নিবন্ধন ফরম পূরণ করেন খালেদা জিয়া।

৭৫ বছর বয়সী খালেদা জিয়া ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৫৪ দিন চিকিৎসার পর গত ১৯ জুন রাতে তিনি গুলশানের বাসায় ফেরেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh