২০০ গাঁজার গাছসহ আ.লীগ নেতা গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২১, ১০:১১ পিএম | আপডেট: ১২ জুলাই ২০২১, ১০:১২ পিএম

স্থানীয় আওয়ামী লীগের সভাপতি আতিক জামান ডেভিড সরকার গ্রেফতার।

স্থানীয় আওয়ামী লীগের সভাপতি আতিক জামান ডেভিড সরকার গ্রেফতার।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২০০টি গাঁজার গাছসহ পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিক জামান ডেভিড সরকারকে (৪১) আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)। পরবর্তীতে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে গ্রেফতার দেখানো হয়।

রবিবার মধ্যরাতে উল্লাপাড়া উপজেলার সলপ রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মো. আতিক জামান ডেভিড সরকার (৪১) উপজেলার ভদ্রকোল পশ্চিমপাড়া এলাকার মৃত মনিরুজ্জামানের ছেলে।


সোমবার (১২ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি জন রানা। 

তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে ডেভিড সরকার সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে উল্লাপাড়া উপজেলার সলপ রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ২০০টি গাঁজা গাছসহ তাকে গ্রেফতার করা হয়।

এই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh