ইতালিতে শিরোপা উদযাপন করতে গিয়ে একজনের মৃত্যু

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২১, ১০:৫৫ পিএম

শিরোপা উদযাপন করছে ইতালিয়ানরা

শিরোপা উদযাপন করছে ইতালিয়ানরা

মাঝে দুই বিশ্বকাপ জিতে ফেললেও ইউরো জেতা হয়নি তাদের। ৫৩ বছরের অপেক্ষার অবসান হয়েছে ইতালির। এবার ইংল্যান্ডকে হারিয়ে ওই আক্ষেপ দূর করেছে তারা। এমন সাফল্যের পর উদযাপনটা তো স্বাভাবিক। উল্লাস তাই চলছে পুরো দেশজুড়ে। 

কিন্তু ইতালির শিরোপা উদযাপন করতে গিয়ে মারা গেছেন এক ব্যক্তি। ক্যালটাগিরোনে গাড়ি দুর্ঘটনায় তিনি মারা গেছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। শিরোপা জয় উদযাপন করতে শহরের দিকে যাচ্ছিলেন ২২ বছর বয়সী ওই ব্যক্তি। 

এছাড়া ইতালি চ্যাম্পিয়ন হওয়ার পর পার্টিতে আরও ১৫জন আহত হয়েছেন। যাদের অন্তত তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এদের একজনের হাতে আগুন ধরে তিনটি আঙ্গুল হারিয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

রবিবার রাতে ১৯৬৮ সালের পর প্রথমবারের মতো ইউরোর চ্যাম্পিয়ন হয় ইতালি। ফাইনালে তারা হারায় ইংল্যান্ডকে। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকার হয়। সেখানে ৩-২ ব্যবধানে জয় পায় আজ্জুরিরা।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh