চীনে হোটেল ধসে ৮ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ জুলাই ২০২১, ০১:২৩ পিএম | আপডেট: ১৩ জুলাই ২০২১, ০১:৪০ পিএম

ভেঙে পড়া হোটেলে উদ্ধারের কাজ চলছে। ছবি : ডয়চে ভেলে

ভেঙে পড়া হোটেলে উদ্ধারের কাজ চলছে। ছবি : ডয়চে ভেলে

চীনের পূর্বাঞ্চলীয় সুঝাউ শহরে একটি হোটেল ধসে পড়ে অন্তত আটজন মারা গেছেন ও আরো ৯ জন আহত হয়েছে। দুর্ঘটনার কারণ জানা যায়নি।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল সোমবার (১২ জুলাই) বিকেলে হোটেলটি ভেঙে পড়ে। 

উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ধ্বংসস্তূপের মধ্যে থেকে সাতজনকে উদ্ধার করে। উদ্ধারের জন্য ৬০০ জন কর্মীকে পাঠানো হয়, ১২০টি গাড়িও রাখা হয়। এসবের সাথে ছিল ক্রেন, ল্যাডার ও উদ্ধারকারী কুকুরের দল।

এছাড়া ধ্বংসস্তূপের নিচে ২৪ জন এখনো চাপা পড়ে আছেন বলে মনে করা হচ্ছে। তারা সবাই হোটেলে ছিলেন।

হোটেলটি কেন ভেঙে পড়ল তা কর্তৃপক্ষ জানায়নি। শুধু বলা হয়েছে, তদন্ত চলছে।

চীনে বাড়ি ভেঙে পড়ার ঘটনা মাঝে মধ্যে ঘটে। গত মার্চে দক্ষিণ চীনে হোটেল ভেঙে পড়ায় ২৯ জন মারা গেছিলেন। সেই হোটেলে তিনটি তলা বেআইনিভাবে যোগ করা হয়েছিল। গতমাসে হুনানে মার্শাল আর্ট সেন্টারে আগুন লেগে ১৮ জন মারা যান। - ডয়চে ভেলে

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh