আর্থিক প্রতিষ্ঠানের দাম বাড়ায় সূচকের উত্থান

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২১, ০৭:৫৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কয়েকদিন দাম কমার পর হঠাৎ করেই ব্যাংক-বিমা কোম্পানির শেয়ার কেনায় আগ্রহ বেড়েছে বিনিয়োগকারীদের। এতদিন যে বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করেছেন তারাই ব্যাংক-বিমা কোম্পানির শেয়ার কিনেছেন।  

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৩ জুলাই) ব্যাংক-বিমার পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানসহ সাতটি খাতের শেয়ারের দাম বেড়েছে। ফলে উভয় বাজারে সূচকের উত্থান হয়েছে। 

এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৫৭ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টকবাজার বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের ৩১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৪টির, কমেছে একটির, আর অপরিবর্তিত রয়েছে ৬টি কোম্পানির শেয়ার। এদিন আর্থিক খাতে তালিকাভুক্ত ২৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৯টির, কমেছে চারটির। বিমা খাতের ৫১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৩টির, কমেছে ১৬টির, আর অপরিবর্তিত রয়েছে ২টি কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার ডিএসইতে মোট ৩৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২১২টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। এদিন মোট লেনদেন হয়েছে ১ হাজার ৬৬৮ কোটি ৫১ লাখ ৪২ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৫৯৯ কোটি ২১ লাখ ৯৪ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে।

বেশির ভাগ শেয়ারের দাম বাড়ায় এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৩৭ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে যথারীতি শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড। এরপর লেনদেন হয়েছে পাওয়ার গ্রিডের শেয়ার। ক্রমান্বয়ে রয়েছে লাফার্জহোলসিম, সাউথইস্ট ব্যাংক, লঙ্কা বাংলা ফাইন্যান্স, প্যারামাউন্ট টেক্সটাইল, ফরচুর সুজ, এডভান্ট ফার্মা, কেয়া কসমেটিকস এবং আমান ফিড লিমিটেড।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক বেড়েছে। এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১৮০ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ২২০ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ৩১০টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৬৫টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির শেয়ারের দাম।  এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১৮০ পয়েন্ট। সূচকের সঙ্গে বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। এর ফলে সোমবার সূচক পতনের পর মঙ্গলবার উত্থান হলো।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh