পুঠিয়ায় নারীকে গলা কেটে হত্যা

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২১, ০৮:৫৭ এএম | আপডেট: ১৪ জুলাই ২০২১, ০৮:৫৮ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজশাহীর পুঠিয়া উপজেলায় আতিকা বেগম (৪৫) নামে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তবে কেন ও কারা তাকে হত্যা করেছে সে ব্যপারে তাৎক্ষণিকভাবে কিছুই জানা যায়নি। 

আজ মঙ্গলবার (১৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার জিউপাড়া ইউনিয়নের কারিগর পাড়া গ্রামের কমিউনিটি ক্লিনিকের পাশে পাটক্ষেতে ওই নারীর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। তিনি ওই গ্রামের মৃত আতাহার আলীর স্ত্রী। 

বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহরাওয়ার্দী হোসেন।    

স্থানীয়রা জানিয়েছে, আতিকা বিকেলে ছাগল চড়াতে যায়। সন্ধ্যা বেলা তার ছাগল একাই বাড়িতে ফিরে এলেও আতিকা বাড়িতে না ফেরায় তার ছেলে তাকে খুঁজতে বের হন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কারিগরপাড়া কমিউনিটি ক্লিনিকের পাশে পাটক্ষেতে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তার ছেলের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন।

স্থানীয়রা আরো জানান, মরদেহের গলা ও হাত কাটা রয়েছে। এছাড়াও মাথায় আঘাতের চিহৃ রয়েছে। তবে কেন তাকে এমন নির্মমভাবে হত্যা করা হয়েছে ও কারা তাকে হত্যা করেছে সে ব্যাপারে কেউ কিছু জানাতে পারেনি।  

ওসি সোহরাওয়ার্দী হোসেন মুঠোফোনে বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh