দীর্ঘদিন পর ‘খেলাঘর’ নিয়ে ফিরছেন তপন চৌধুরী

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ জুলাই ২০২১, ১০:২২ এএম | আপডেট: ১৪ জুলাই ২০২১, ১০:৪১ এএম

তপন চৌধুরী

তপন চৌধুরী

তপন চৌধুরীর চল্লিশ বছর আগে সোলসের হাত ধরে গানের জগতে পথচলা শুরু। তার চিরসবুজ গানগুলো মানুষের মুখে মুখে ফিরলেও মাঝে এক যুগ ছিলেন পর্দার আড়ালে, তবে সুদিন ফিরেছে আবারও। দীর্ঘদিন পর নতুন গানে ফিরছেন নন্দিত শিল্পী তপন। 

গানের শিরোনাম 'খেলাঘর'। গানটি লিখেছেন তানভীর তারেক ও সুর-সঙ্গীতও রচনা করেছেন তিনি। 

গানটির গল্প নিয়ে থিম অনুযায়ী অসাধারণ একটি মিউজিক ভিডিও নির্মান করেছেন আল মাসুদ। এ গানে প্রধান মডেল হিসেবে অভিনয় করেছেন অভিনেত্রী নওশাবা আহমেদ।

ঈদ উপলক্ষে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউবে অবমুক্ত করা হবে গানটি। সেই সাথে শুনতে পাওয়া যাবে দেশি-বিদেশি বিভিন্ন অ্যাপে।

গানটি গাওয়া প্রসঙ্গে তপন চৌধুরী বলেন, ‘তানভীরের কথা-সুরে গান করবো এমন পরিকল্পনা অনেক আগের। অবশেষে এবার গানটি হলো। আমি যেকোনো গান গাইবার আগে প্রথমে লিরিকটা দেখতে চাই। তানভীরের এই গানটির কথাগুলো মনকে নাড়া দিয়েছে। পরে বলি সুর করে গানটা বাঁধতে। সেভাবেই ওর স্টুডিওতে গাওয়া হলো গানটি।’

গানটির প্রণেতা তানভীর তারেক বলেন, ‘এ সময়ে শুদ্ধ গানের চর্চা করছেন অনেকেই। কিন্তু শুদ্ধ সংগীতের পৃষ্ঠপোষকতার মানুষ কম। সেদিক দিয়ে তপন দার এই গানটি প্রকাশের জন্য ধ্রুব মিউজিক স্টেশনকে কৃতজ্ঞতা জানাতেই হয়। তপন দার সাথে আমার প্রথম কাজ এটি। অথচ ২০ বছর ধরেই আমরা গান করার প্ল্যান করছি। অবশেষে সেই ইচ্ছেটি পূরণ হলো।’

গানটির প্রকাশক ধ্রুব গুহ বলেন, ‘ডিএমএস সব সময় সৃজনশীলতাকে শ্রদ্ধা করে এসেছে। তাই সেদিক দিয়ে কিছু কাজ আত্মার খোরাক ও সংস্কৃতির প্রতি দায়বোধ থেকেও করে থাকি আমরা। এই গানটি প্রকাশের উদ্যোগ তারই বহিঃপ্রকাশ।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh