খুলনা বিভাগে করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২১, ০৩:১৫ পিএম

খুলনা বিভাগ

খুলনা বিভাগ

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমলেও শনাক্তের সংখ্যা বেড়েছে। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৬ জন। আর ১ হাজার ৬২১ জনের করোনায় শনাক্ত হয়েছে।

আজ বুধবার (১৪ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল মঙ্গলবার (১৩ জুলাই) বিভাগে ৪৮ জনের মৃত্যু ও ১ হাজার ৫৮৮ জন শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। বাকিদের মধ্যে খুলনায় নয়জন, ঝিনাইদহে সাতজন, যশোরে পাঁচজন, মেহেরপুরে দুইজন, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরায় একজন করে মারা গেছেন।

খুলনা বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৭৬ হাজার ৪০১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৭২৫ জন ও সুস্থ হয়ে উঠেছেন ৪৮ হাজার ৮২৭ জন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh