টোকিও অলিম্পিকে করোনার হানা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২১, ০৫:৩৪ পিএম

টোকিও অলিম্পিক

টোকিও অলিম্পিক

টোকিওতে পৌঁছে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকাকালীন সময়ে অলিম্পিকের এক অ্যাথলেটের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) আয়োজক কমিটির অফিসিয়াল ওয়েবসাইটে  বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আক্রান্ত অ্যাথলেটের বিস্তারিত অবশ্য জানানো হয়নি।

পাবলিক ব্রডকাস্টার এনএইচ জানিয়েছে, সেই অ্যাথলেটকে এখনও অলিম্পিক ভিলেজে নেয়া হয়নি।

করোনাভাইরাসের কারণে এক বছর পিছিয়ে টোকিও অলিম্পিক মাঠে গড়াবে আগামী ২৩ জুলাই। আগামী ৮ অগাস্ট পর্দা নামবে বৈশ্বিক ক্রীড়াযজ্ঞের সর্ববৃহৎ আসরের।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh