চিকিৎসা শেষে দেশে ফিরলেন হাইতির নিহত প্রেসিডেন্টের স্ত্রী

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ জুলাই ২০২১, ০২:৩৫ পিএম

নিরাপত্তা বাহিনীর সদস্যবেষ্টিত মার্টিনকে স্বাগত জানান হাইতির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ক্লদে জোসেফ

নিরাপত্তা বাহিনীর সদস্যবেষ্টিত মার্টিনকে স্বাগত জানান হাইতির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ক্লদে জোসেফ

হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত দেশটির প্রেসিডেন্ট জোভেনেল মইসির স্ত্রী মার্টিন মইসি যুক্তরাষ্ট্র থেকে অবশেষে দেশে ফিরলেন। 

এর আগে একই হামলায় আহত হলে তাকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিয়ে আসা হয় চিকিৎসা প্রদানের জন্য।  আজ রোববার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গতকাল শনিবার একটি উড়োজাহাজে করে যুক্তরাষ্ট্র থেকে হাইতিতে আসেন মার্টিন। তাঁকে বহনকারী উড়োজাহাজ রাজধানী পোর্ট-অ-প্রিন্সের বিমানবন্দরে অবতরণ করে। তিনি যখন উড়োজাহাজ থেকে নামেন, তখন তিনি বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত ছিলেন।

বিমানবন্দরের টারমাকে হাইতির নিরাপত্তা বাহিনীর সদস্যবেষ্টিত মার্টিনকে স্বাগত জানান দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ক্লদে জোসেফসহ অন্য গুরুত্বপূর্ণ কর্মকর্তারা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh