বেসরকারি ৭৮ হাসপাতালকে অ্যান্টিজেন পরীক্ষার অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২১, ০৫:৫১ পিএম | আপডেট: ১৮ জুলাই ২০২১, ০৫:৫২ পিএম

করোনা পরীক্ষার জন্য নমুনা দিচ্ছেন এক নারী।

করোনা পরীক্ষার জন্য নমুনা দিচ্ছেন এক নারী।

করোনাভাইরাস শনাক্ত করতে দেশের বেসরকারি ৭৮টি  হাসপাতাল ও ক্লিনিক করোনার র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার অনুমোদন পেয়েছে।

রবিবার (১৮ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. ফরিদ হোসেন মিঞা স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমোদন দেয়া হয়।

তিনি জানান, বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে এই পরীক্ষা করানোর খরচ ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

কোভিড-১৯ সংক্রমণ শনাক্তে অ্যান্টিজেন পরীক্ষার ফল পাওয়া ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে। অ্যান্টিজেন টেস্টে নাক কিংবা মুখবিহ্বরের শ্লেষ্মা ব্যবহার করা হয়। আরএনএ বিশ্লেষণের পরিবর্তে এখানে ভাইরাসের প্রোটিন শনাক্ত করা হয়। আবার রক্ত পরীক্ষা করেও অ্যান্টিজেনের উপস্থিতি শনাক্ত করা যায়।

বাংলাদেশে বর্তমানে আরটি-পিসিআর পদ্ধতিতে করোনাভাইরাসের বেশিরভাগ নমুনা পরীক্ষা করা হয়। এতে ফল পেতে অন্তত ২৪ ঘণ্টা কিংবা তার বেশি সময় লাগলেও তা সবচেয়ে নির্ভুল বলে স্বীকৃত।

বেসরকারি খাতে আরটিপিসিআর টেস্ট করাতে প্রয়োজন হয় ২ হাজার ৫০০ টাকা। অন্যদিকে র‌্যাপিড এন্টিজেন পরীক্ষা করাতে খরচ হবে ৭০০ টাকা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh