মাস্ক না পরায় বিআইডব্লিউটিসির কর্মচারী বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২১, ০৬:০৭ পিএম | আপডেট: ১৮ জুলাই ২০২১, ০৬:২২ পিএম

নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে মাস্ক না পরায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) জাহাজী কর্মচারী মো. জাকির হোসনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রবিবার (১৮ জুলাই) বিআইডব্লিউটিসির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম মিশা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ জুলাই নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী শিমুলিয়া ফেরিঘাটে বিআইডব্লিউটিসির নবনির্মিত দুটি মিডিয়াম ফেরি ‘কদম’ ও ‘কুঞ্জলতা’ উদ্বোধন করেন।

এ অনুষ্ঠানে উপস্থিত বিআইডব্লিটিএ ও বিআইডব্লিউটিসির কর্মচারীরা স্বাস্থ্যবিধি পরিপালন করলেও টিভিতে প্রচারিত ছবিতে বিআইডব্লিউটিসির কর্মচারী মো. জাকির হোসেনকে মাস্ক পরিধান হতে বিরত থাকতে দেখা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাস্ক পরিধান না করার কারণে নৌপরিবহন প্রতিমন্ত্রীসহ অনুষ্ঠানে উপস্থিত সবাইকে স্বাস্থ্যঝুঁকিতে ফেলা এবং সরকারি নির্দেশনা অমান্য করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh