শুরুতেই ৪ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২১, ০৬:৫৬ পিএম | আপডেট: ১৮ জুলাই ২০২১, ০৭:১৪ পিএম

আউট হয়ে ফিরে যাচ্ছেন তামিম

আউট হয়ে ফিরে যাচ্ছেন তামিম

জিম্বাবুয়ের দেয়া ২৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১০০ রানের আগেই ৪ উইকেট হারিয়েছে টাইগাররা। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২০ ওভার শেষে ৪ উইকেটস হারিয়ে ৭৯ রান।

ম্যাচে লুক জঙউইকে ড্রাইভ করতে গিয়ে পয়েন্টে সিকান্দার রাজার দুর্দান্ত ক্যাচ হন, ৩৪ বলে ৪ বাউন্ডারিতে বাংলাদেশ অধিনায়ক তখন ২০ রানে। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি লিটন দাসও।

আগের ম্যাচের সেঞ্চুরিয়ান এবার উচ্চাভিলাষী পুল খেলতে গিয়ে টপএজ হন। মিডঅনে সহজ ক্যাচ নেন ব্রেন্ডন টেলর। ৩৩ বলে ৪ বাউন্ডারিতে লিটনের ব্যাট থেকে আসে ২১ রান।

সেখান থেকে দলকে ভরসা দেবেন কি, উল্টো বিপদে ফেলে যান মোহাম্মদ মিঠুন। পরের ওভারেই জঙউইকে উইকেট উপহার দেন ডানহাতি এই ব্যাটসম্যান। শরীরের বাইরে খেলতে গিয়ে কভার পয়েন্টে ক্যাচ দেন (৩ বলে ২) মাদভেরেকে।

মিঠুনের পর মোসাদে্দক হাল ধরার আগেই রান আউট হয়ে সাজ ঘরে ফেরেন।

এর আগে স্বাগতিক জিম্বাবুয়ে আগে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান সংগ্রহ করে। 



সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh