সুবিধাবঞ্চিত মানুষদের সহায়তায় একসাথে রবি-এসকেএস

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ জুলাই ২০২১, ০৭:৩৫ পিএম

খাদ্যসামগ্রী সম্বলিত উল্লেখযোগ্য সংখ্যক প্যাকেট অনুদান হিসেবে প্রদান করেছে রবি।

খাদ্যসামগ্রী সম্বলিত উল্লেখযোগ্য সংখ্যক প্যাকেট অনুদান হিসেবে প্রদান করেছে রবি।

সারাদেশে কভিড-১৯ মহামারিতে ক্ষতিগ্রস্ত ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় একযোগে কাজ করবে রবি এবং বাংলাদেশ সেনা কল্যাণ সংস্থা (এসকেএস)। 

এর অংশ হিসেবে রবিবার (১৮ জুলাই) রাজধানীর এসকেএস’র প্রধান কার্যালয়ে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সম্বলিত উল্লেখযোগ্য সংখ্যক প্যাকেট অনুদান হিসেবে প্রদান করেছে রবি। 

এসকেএসে’র সম্মানিত চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলামের কাছে কোম্পানির পক্ষে প্যাকেটগুলো হস্তান্তর করেন রবির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম। 

এসময় এসকেএসে’র ডিরেক্টর জেনারেল অ্যান্ড হেড অফ বিজনেস ডিভিশন ১, ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল, রবির পাবলিক অ্যাফেয়ার্স এন্ড সাস্টেনিবিলিটির ভাইস প্রেসিডেন্ট শরীফ শাহ জামাল রাজসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ করেন রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ।--বিজ্ঞপ্তি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh