শিবচরে আগুনে পুড়লো প্রাথমিক বিদ্যালয়

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২১, ০৯:২৪ পিএম

সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আগুন

সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আগুন

মাদারীপুরের শিবচর উপজেলার আগুন লেগে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিচতলাসহ দ্বিতীয় তলার একটি কক্ষের কয়েকটি জানালা, দুটি ফ্যান, বৈদ্যুতিক মিটার, পয়ঃনিষ্কাশন পাইপ পুড়ে গেছে।

রবিবার  (১৮ জুলাই) মাঝরাতে উপজেলার বাশকান্দি ইউনিয়নের  ১২৯ নং মৃর্জারচর বেপারি কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয় লোকজন প্রায় দেড় ঘণ্টার মত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, গত ২০১২ সালে বেসরকারি রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার মৃর্জারচর বেপারী কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক দ্বিতীয়তলা ভবন নির্মাণ হয়। বিদ্যালয়টিতে এলাকাবাসী বিভিন্ন কাজে ব্যবহার করতো। গত কয়েকদিন ধরে এলাকায় পাট কাটা শুরু হলে এলাকার লোকজন বিদ্যালয়ে পাটের আঁশ ছড়ানোসহ পাটকাঠি শুকাতে থাকে।এছাড়াও কয়েকজন এলাকাবাসী ওই পাঠাকাঠি বিদ্যালয়ের নিচ তলায় মজুদ রাখে। এসময় কে বা কারা আগুন দিয়ে পালিয়ে যায়। পরে আগুন ছড়িয়ে পড়লে বিদ্যালয়ে পার্শ্ববর্তী বাড়ির লোক বিদ্যালয়ে আগুন দেখে  চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এগিয়ে আসে। ততক্ষণে আগুনের লেলিহান শিখা শ্রেণিকক্ষটি ঘিরে ফেলে। এ সময় স্থানীয় লোকজন পানি এনে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ আনে। 

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন জানান, এলাকার কয়েকজন যুবক ছেলেরা রাত ১টা থেকে ২টা পর্যন্ত  এখানে আড্ডা দেয়। হয়তো ওদের কারণে আগুন লাগতে পারে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুবকর মিয়া জানান, রাতে আগুন লাগলে বিদ্যালয়ের একজন অভিভাবক শাহআলম আমাকে ফোন দিয়ে আগুন লাগার বিষয়টি আমাকে জানায়। তখন আমি দ্রুত চলে আসি। ততক্ষণে বিদ্যালয় ভবন ও কিছু জিনিসপত্র ক্ষতি হয়েছে।

শিবচর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, গতরাতে এখানে আগুন লেগে বিদ্যালয়ের ভবনের নিচতলা ক্ষতি হয়ে। আগুন লেগে ভবনের দেওয়ালগুলো কালো হয়ে গেছে। আমাদের প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের সভাপতি এলাকার লোকজনকে একাধিকবার না করার সত্যেও এলাকাবাসী এখানে পাটকাঠি রাখে। এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh