স্বেচ্ছাশ্রমে তৈরি হলো বাঁশের সাঁকো

জাকারিয়া জাহাঙ্গীর, জামালপুর

প্রকাশ: ১৯ জুলাই ২০২১, ১১:১৮ এএম

জামালপুরে স্বেচ্ছাশ্রমে তৈরি হলো বাঁশের সাঁকো

জামালপুরে স্বেচ্ছাশ্রমে তৈরি হলো বাঁশের সাঁকো

নির্বাচন আসে, নির্বাচন যায়। প্রতিশ্রুতির ফুলঝুঁড়িতে নির্বাচিত হন জনপ্রতিনিধি। পরে আর কথা রাখেন না। তাই বাধ্য হয়ে চলাচলের পথ নিজেরাই নির্মাণে উদ্যোগী হলেন নদীর তীরবর্তী মানুষ। জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুঁটিমারী ও গাইবান্ধা ইউনিয়নের সীমান্তবর্তী কান্দারচর উদয়নগর গ্রামে পারাপারে দুর্ভোগের শিকার ভুক্তভোগী মানুষ নিজেরাই স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ করেছেন।

সরেজমিনে দেখা যায়, দশআনী নদীর শাখা কাটাখালী নদীর ওপর স্থানীয়রা বাঁশের সাঁকোটি নির্মাণ করেছেন। সাঁকোর একপাশের খুঁটি পড়েছে গাইবান্ধা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায়। অপরপাশের খুঁটি চরপুঁটিমারী ইউনিয়নের সীমান্তে। কাটাখালী নদীতে সারাবছর পানি থাকে। উদয়নগর গ্রামে বসবাসরত মানুষের পারাপারে কাটাখালী নদীতে নির্মাণ করা হয়নি কোনো ব্রিজ। বিশেষ করে বর্ষা মৌসুমে চরম ভোগান্তির শিকার হন স্থানীয় বাসিন্দারা। কেউ পারাপারে ব্যবহার করেন ডিঙি নৌকা। কেউ কেউ পারাপার হন কলাগাছের ভেলায়। এতে দুর্ঘটনা ঘটারও নজির রয়েছে। ওই এলাকার বাসিন্দা অন্তত দুই হাজার মানুষ কাটাখালী নদী অতিকষ্টে এভাবেই পারাপার হয়ে আসছেন দিনের পর দিন।

জামরুল আলী, তোতা মিয়া, মজা আলীসহ স্থানীয়রা জানান, আমাদের গ্রাম দুই ইউনিয়নের সীমান্তবর্তী, তাই উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। কাটাখালী নদী পারাপারে আমরা দুর্ভোগ পোহাচ্ছি। সে কারণেই বাঁশের সাঁকো নির্মাণ করেছি। 

তারা জানান, নিজেরা বাড়ি বাড়ি থেকে বাঁশ, খুঁটি, রশিসহ সাঁকো নির্মাণের জিনিসপত্র সংগ্রহ করেন এবং সবাই শ্রম দিয়ে কয়েক দিনে তা সম্পন্ন করেন।

এ ব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জামাল আব্দুন নাছের বাবুল জানান, সরেজমিনে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh