ঈদে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ডিএমপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০২১, ০৪:৪২ পিএম

ডিএমপি আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

ডিএমপি আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এমনটাই জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার  মোহা. শফিকুল ইসলাম বলেছেন পশুরহাট, ঈদ জামাত এবং ঈদ পরবর্তী নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

মঙ্গলবার (২০ জুলাই) মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শফিকুল ইসলাম বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে বসা পশুরহাটে অজ্ঞানপার্টি, জাল টাকাসহ নানা ধরনের অপরাধ রোধে কাজ করছে পুলিশ। পাশাপাশি হাটগুলোতে স্বাস্থ্যবিধি মানাতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।  ট্রাফিক ব্যবস্থাও ঢেলে সাজানো হয়েছে। 

তিনি বলেন, ঈদ জামাতকেন্দ্রিক নিরাপত্তাও  জোরদার করা হয়েছে। প্রতিটি জামাতের স্থানে পোশাক পরিহিত পুলিশ মোতায়েন থাকবে। এর সঙ্গে আর্চওয়ে, মেটাল ডিটেক্টর দিয়ে নামাজে আসা মুসল্লিদের তল্লাশি করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

কমিশনার আরও বলেন, ঈদের ছুটিতে শহর ছেড়ে অনেকেই গ্রামের বাড়িতে গেছেন। দুর্বৃত্তরা এ সময় চুরি, ডাকাতির প্রস্তুতি নেয়।  তবে এ বিষয়টি মাথায় নিয়ে গত ১৫ দিন ধরে এ ধরনের অপরাধের সঙ্গে কারা কারা অতীতে জড়িত ছিল তাদের অনেককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। 

তবে নিজের নিরাপত্তায় নিজেকেও সম্পৃক্ত হতে হবেও মনে করেন ডিএমপি কমিশনার।  

ডিএমপি আয়োজিত এই সংবাদ সম্মেলনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh