করোনায় গত ২৪ ঘণ্টায় ২০০ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ জুলাই ২০২১, ০৪:৫৮ পিএম | আপডেট: ২০ জুলাই ২০২১, ০৫:১৭ পিএম

ফাইল ছবি।

ফাইল ছবি।

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২০০ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১১ হাজার ৫৭৯ জন।

মঙ্গলবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গতকাল করোনায় মৃতের সংখ্যা ছিল ২৩১ জন। যা ছিল এ যাবত কালের এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যু।

এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১১ লাখ ২৮ হাজার ৮৮৯ জন এবং মারা গেলেন মোট ১৮ হাজার ৩২৫ জন।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৯ হাজার ৯৯৭ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ৯ লাখ ৫১ হাজার ৩৪০ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৯ দশমিক ৩১ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৫ দশমিক ৩৮ শতাংশ। সুস্থতার হার ৮৪ দশমিক ২৭ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৬২ শতাংশ।

করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ৫১ জন, চট্টগ্রাম বিভাগের ৪৯ জন, রাজশাহী বিভাগের ১২ জন, খুলনা বিভাগের ৫০ জন, বরিশাল বিভাগের ৭ জন, সিলেট বিভাগের ১১ জন, রংপুর বিভাগের ১২ জন এবং ময়মনসিংহ বিভাগের ৮ জন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh