অতিরিক্ত যাত্রীবহন, মাদারীপুরে বাংলাবাজার ঘাটে ৩ লঞ্চকে জরিমানা

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২১, ০৬:২৪ পিএম | আপডেট: ২০ জুলাই ২০২১, ০৭:৫৪ পিএম

অতিরিক্ত যাত্রী বহনের দায়ে শিবচরের বাংলাবাজার ঘাটে তিনটি লঞ্চকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

অতিরিক্ত যাত্রী বহনের দায়ে শিবচরের বাংলাবাজার ঘাটে তিনটি লঞ্চকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

অতিরিক্ত যাত্রী বহনের দায়ে শিবচরের বাংলাবাজার ঘাটে তিনটি লঞ্চকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণ রোধে লঞ্চে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী বহনের নির্দেশনা রয়েছে। মঙ্গলবার দুপুরে নির্দেশ অমান্য করে এমভি সেভেন স্টার, এমভি কাওড়াকান্দি এমভি হযরত দেলোয়ার শাহ নামে তিনটি লঞ্চ অতিরিক্ত যাত্রী নিয়ে বাংলাবাজার ঘাটে আসে।

সময় ঘাটে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান প্রত্যেকটি লঞ্চকে হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন।

এমভি সেভেন স্টার লঞ্চের যাত্রীরা জানান, লঞ্চটি স্বাস্থ্যবিধি উপেক্ষা করে অতিরিক্ত যাত্রী নিয়ে ঘাটে আসে। যাত্রী সেবার কোনো নিয়মই লঞ্চগুলো মানছে না। ঘাটে প্রশাসন লঞ্চ ছেড়ে যেতে বললেও লঞ্চের শ্রমিকরা ডেকে ডেকে এপাশ ওপাশ দিয়ে যাত্রী উঠায়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh