ভারতে কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে রোবট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ জুলাই ২০২১, ১১:৩৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ভারতের পশ্চিমবঙ্গে এক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ভস্মীভূত হয়ে গেছে কারখানাটির একাংশ।

মঙ্গলবার সকালে লাগা এ আগুন আয়ত্তে আনার চেষ্টা চালায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। তাতেও আগুন আয়ত্তে না আসায় নামানো হয়েছে রোবট, প্রতিবেদনে জানায় ভারতীয় গণমাধ্যম। 

প্রবল ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন কারখানাটির পাঁচ কর্মী। তাদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আগুন নিয়ন্ত্রণে আনতে ফোম ব্যবহার করেছেন দমকলকর্মীরা। প্রচণ্ড আগুনের তাপে তপ্ত হয়ে রয়েছে কারখানাটির দেওয়াল। তা যে কোনও সময় ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে আগুন নেভাতে রোবটের ব্যবহারের নির্দেশ দেন তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh