ঈদ শুভেচ্ছা জানালো ইউরোপের চার জায়ান্ট ক্লাব

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১ জুলাই ২০২১, ০১:০০ পিএম | আপডেট: ২১ জুলাই ২০২১, ০১:০১ পিএম

মুসলিম ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালো ইউরোপের চার জায়ান্ট ক্লাব। ছবি: সংগৃহীত

মুসলিম ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালো ইউরোপের চার জায়ান্ট ক্লাব। ছবি: সংগৃহীত

সারা বিশ্বে পালিত হচ্ছে মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এই দিনে মুসলিম ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালো ইউরোপের চার জায়ান্ট ক্লাব বার্সেলোনা, লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও প্যারিস সেন্ত জার্মেই।

ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ম্যানসিটি তাদের অফিসিয়াল টুইটার পেজ থেকে শুভেচ্ছা জানিয়েছে। রিয়াদ মাহরেজ, রুবেন দিয়াজ ও ফিল ফডেনের হাসিমুখের একটি ছবিও পোস্ট করে তারা, সেখানে লেখা ঈদ মোবারক। ক্যাপশনে লিখেছে, ‘সারা বিশ্বের উদযাপনরত সব মুসলিমকে ঈদুল আজহা মোবারক।’

নিজেদের টুইটারে বার্সা লিখেছে, ‘শুভ ঈদুল আজহা। সারা বিশ্বে ছড়িয়ে থাকা বার্সেলোনা ভক্তদের জানাই ঈদ মোবারক।’ সঙ্গে আরবি হরফে ঈদের শুভেচ্ছা জানানো একটি ছবিও পোস্ট করেছে স্প্যানিশ জায়ান্টরা।

প্যারিস সেন্ত জার্মেই ছবি দিয়ে নয়, ভিডিও বার্তায় ঈদ শুভেচ্ছা জানিয়েছে। ওই ভিডিওতে ঈদ মোবারক জানান সদ্য যোগ দেওয়া তিন খেলোয়াড় জিয়ানলুইজি দোন্নারুমা, আশরাফ হাকিমি ও সার্জিও রামোস। অফিসিয়াল টুইটারে তারা ওই ভিডিও সংযুক্ত করে লিখেছে, ‘সারা বিশ্বের প্রত্যেককে জানাই ঈদ মোবারক।’

লিভারপুল তাদের লোগোর একটি ছবি পোস্ট করে ঈদ শুভেচ্ছা জানায় টুইটারে, ‘সব রেড ভক্তদের ঈদের শুভেচ্ছা।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh