ইসরাইলকে উপেক্ষা, আল-আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০২১, ০১:১৩ পিএম

লাখো মুসল্লির উপস্থিতিতে আল আকসা মসজিদে অনুষ্ঠিত হয় ঈদ জামাত।ছবি: সংগৃহীত

লাখো মুসল্লির উপস্থিতিতে আল আকসা মসজিদে অনুষ্ঠিত হয় ঈদ জামাত।ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের আল আকসা মসজিদে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহার নামাজ। করোনা মহামারি ইসরাইলের দখলদার বাহিনীর বাঁধা-বিপত্তির মধ্য দিয়ে উদযাপিত হয় এবারের ঈদ।

মঙ্গলবার ( ২০ জুলাই) আল আকসার জেরুজালেম আল-কুদস শহরের পুরনো অংশে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। ঈদের আগের দিন সোমবারই (১৯ জুলাই) ইহুদিবাদী ইসরাইলের কঠোর নিরাপত্তা বেষ্টনী ভেঙ্গে মসজিদ চত্বরে হাজার হাজার মুসল্লি প্রবেশ করেন।

ঈদের খুতবায় আল আকসার খতিব শায়খ ইকরামা সাবরি বলেন, ‘আমরা সম্মানিত দিনগুলোতে আল আকসা মসজিদের অবমাননা লক্ষ্য করছি।

তিনি ঈদের খুতবায় আরো বলেন, মসজিদে আকসায় মুসলিমদের অধিকার সবচেয়ে বেশি। কেউ তা ছিনিয়ে নিতে পারে না। তিনি মুসলিমদের ঐকবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, একতা ছাড়া বিপদ সঙ্কটের সময় টিকে থাকা যায় না। তাই সবাইকে নিজেদের অধিকার মাতৃভূমিকে রক্ষা করতে হলে সবাইকের এক হয়ে কাজ করতে হবে।

প্রসঙ্গত, গত মে মাসে পবিত্র ঈদুল ফিতরের কয়েকদিন আগে রোজায় ইসরাইলি সেনারা আল-আকসা মসজিদে আগ্রাসন-হামলা চালালে গাজা উপত্যকায় দখলদারদের অভিমুখে রকেটবৃষ্টি চালিয়ে কঠোর জবাব দেয় হামাসসহ অন্য প্রতিরোধ সংগঠনগুলো। পরে এক সপ্তাহের বেশি রক্ত হয় সংঘর্ষ আন্তর্জাতিক শক্তিগুলো মধ্যস্থতায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা হয়।

আরব ভিত্তিক সংবাদ মাধ্যমগুলো জানায়, গত রোববারও (১৮ জুলাই) দখলদার ইহুদি নিরাপত্তা বাহিনী মসজিদ চত্বরে হামলা চালিয়ে ফিলিস্তিনি মুসলিমদের বেধড়ক মারপিট করে আহত করে।  

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh