ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে দুর্বল সিনোফার্মের টিকা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১ জুলাই ২০২১, ০৭:৪২ পিএম | আপডেট: ২১ জুলাই ২০২১, ০৯:৫২ পিএম

সিনোফার্মের ভ্যাকসিন

সিনোফার্মের ভ্যাকসিন

করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে শক্তিশালী এন্টিবডি গঠন করতে পারে না সিনোফার্মের ভ্যাকসিন। 

এই অধিক সংক্রামক ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সিনোফার্মের ভ্যাকসিনের কার্যকারিতা যাচাইয়ে সম্প্রতি একটি গবেষণা পরিচালিত হয়। ওই গবেষণায়ই এমন তথ্য পাওয়া গেছে। এ খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

গবেষণায় দেখা গেছে, সাধারণ করোনার তুলনায় ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সিনোফার্মের ভ্যাকসিন ১.৩৮ গুণ কম কার্যকর। শ্রীলঙ্কা থেকে আনা নমুনার ভিত্তিতে ওই গবেষণাটি করা হয়েছে। ওই গবেষণাটি যৌথভাবে করেছে শ্রীলঙ্কার শ্রী জয়বর্ধেনেপুরা বিশ্ববিদ্যালয়, কলম্বো মিউনিসিপ্যাল কাউন্সিল এবং বৃটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। গত ১৯ জুলাই এটি প্রকাশিত হয়।

এছাড়া বেটা ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও চীনের এই ভ্যাকসিন ১০ গুণ কম কার্যকর। 

উল্লেখ্য, চীনের ভ্যাকসিন কার্যক্রমে সব থেকে বেশি ব্যবহৃত হওয়া ভ্যাকসিনগুলোর একটি সিনোফার্মের এই দুই ডোজের ভ্যাকসিন।

কোভ্যাক্সেও সিনোফার্ম ১৭ কোটি ডোজ ভ্যাকসিন প্রদানে সম্মত হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh