বিশ্বের সেরা এয়ারলাইন্সের খেতাব পেলো ‘কাতার এয়ারওয়েজ’

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১ জুলাই ২০২১, ১০:৩১ পিএম

কাতার এয়ারওয়েজ

কাতার এয়ারওয়েজ

করোনা মহামারির কারণে বিশ্বের অনেক দেশে এখনো বিধিনিষেধ মেনে সীমিত সংখ্যক যাত্রী পরিবহন করতে হচ্ছে। এর মাঝেই ২০২১ সালের বিশ্বের সেরা এয়ারলাইন্সের খেতাব পেলো কাতার এয়ারওয়েজ।

প্রতিবেদনে বলা হয়, এয়ারলাইন্সরেটিং.কমের প্রকাশিত সর্বশেষ রেটিংয়ে এয়ার নিউজিল্যান্ডকে হটিয়ে শীর্ষস্থান দখল করেছে কাতার এয়ারওয়েজ। এর আগে তারা ছয় বার তালিকায় শীর্ষে ছিলো।

অস্ট্রেলিয়া ভিত্তিক বিমান সুরক্ষা এবং পণ্য রেটিং এজেন্সিটি তালিকা তৈরির ক্ষেত্রে বিমানের বয়স, যাত্রীদের রিভিউ এবং পণ্যের সুবিধার দিক বিবেচনা করেছে।

তালিকায় দ্বিতীয় স্থানে এয়ার নিউজিল্যান্ড এবং তৃতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। চতুর্থ স্থানে অস্ট্রেলিয়ার কোয়ান্টাস, পঞ্চম স্থানে দুবাই ভিত্তিক এমিরেটস এয়ারলাইন্স, ষষ্ঠ স্থানে ক্যাথে প্যাসিফিক, সপ্তম স্থানে ভার্জিন আটলান্টিক, অষ্টম স্থানে ইউনাইটেড এয়ারলাইন্স, নবম স্থানে ইভা এয়ার ও দশম স্থানে ব্রিটিশ এয়ারওয়েজ।

তবে শীর্ষ- ২০ তে নেই বাংলাদেশের কোনো বিমান সংস্থার নাম।-সূত্র: সিএনএন


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh