আশুলিয়ায় ২৭ লাখ টাকার হেরোইনসহ নারী গ্রেফতার

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২১, ০৮:৪৩ এএম

হেরোইনসহ মোসা. খাদিজা বেগমকে গ্রেফতার করে র‌্যাব। ছবি : সাভার প্রতিনিধি

হেরোইনসহ মোসা. খাদিজা বেগমকে গ্রেফতার করে র‌্যাব। ছবি : সাভার প্রতিনিধি

ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ২৭ লাখ টাকার হেরোইনসহ মোসা. খাদিজা বেগম (৪০) নামে এক নারীকে গ্রেফতার করেছে র‌্যাব। 

গতকাল বুধবার (২১ জুলাই) ওই নারীকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৪'র পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল র‌্যাব-৪ এর একটি দল আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় অভিযান পরিচালনা করে ২৬৪ গ্রাম হেরোইনসহ খাদিজাকে গ্রেফতার করে। এ হেরোইনের আনুমানিক মূল্য ২৭ লাখ টাকা। এসময় মাদক বিক্রির নগদ তিন হাজার ৯৬৫ টাকা ও একটি মোবাইলও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার আসামি দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে ঢাকা জেলার আশুলিয়া ও ধামরাইসহ আশেপাশের বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

র‍্যাব আরো জানায়, গ্রেফতার ‘মাদক ব্যবসায়ী’র বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh