বিশ্বে করোনায় মৃত্যু প্রায় সাড়ে ৪১ লাখ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ জুলাই ২০২১, ০৯:২৫ এএম | আপডেট: ২২ জুলাই ২০২১, ০৯:৩৬ এএম

গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘মহামারি’ হিসেবে ঘোষণা করে। ফাইল ছবি

গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘মহামারি’ হিসেবে ঘোষণা করে। ফাইল ছবি

চীন থেকে প্রাদুর্ভাব হওয়া করোনাভাইরাস মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক সংক্রমণের সংখ্যা ফের বেড়েছে। একইসাথে বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। 

গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে আরো নয় হাজার ১৪১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে পাঁচ লাখ ৯৫ হাজার ২৩২ জন। আর সুস্থ হয়ে উঠেছে চার লাখ ১৮ হাজার ১০১ জন।

জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের আজ বৃহস্পতিবার (২২ জুলাই) সকালের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৯ কোটি ২৮ লাখ ২৫ হাজার ৯৮২ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪১ লাখ ৪২ হাজার ৪৭২ জনের। আর ভাইরাসটিতে আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ১৭ কোটি ৫৩ লাখ ৪৩ হাজার ১৯৯ জন।

বিশ্বের অনেক দেশেই মিলেছে করোনার নতুন ধরন। যা আগের ভাইরাস থেকে অনেকটা শক্তিশালী বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। করোনায় দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৫১ লাখ ৪৬ হাজার ৪৭৬ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ লাখ ২৫ হাজার ৮০৮ জনের।

বিশ্বের দ্বিতীয় অন্যতম জনবহুল দেশ ভারত করোনায় আক্রান্ত ও মৃতের তালিকায় রয়েছে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ১২ লাখ ৫৬ হাজার ৮৩৯ জনে পৌঁছেছে। মারা গেছে মোট ৪ লাখ ১৯ হাজার ২১ জন। 

ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যার দেশের তালিকায় রয়েছে যথাক্রমে তৃতীয় ও দ্বিতীয় স্থানে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৯৪ লাখ ৭৪ হাজার ৪৮৯ জন ও মৃত্যু হয়েছে ৫ লাখ ৪৫ হাজার ৬৯০ জনের।

আক্রান্ত দেশের তালিকায় রাশিয়া আছে চতুর্থ স্থানে। দেশটিতে মোট আক্রান্ত ৬০ লাখ ৩০ হাজার ২৪০ জনে পৌঁছেছে। মারা গেছে মোট ১ লাখ ৫০ হাজার ৭০৫ জন।

আক্রান্তের তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে ফ্রান্স। দেশটিতে মোট শনাক্ত রোগী ৫৯ লাখ ১১ হাজার ৬০১ জন ও মৃত্যু হয়েছে ১ লাখ ১১ হাজার ৫৫৪ জনের।

আক্রান্ত দেশের তালিকায় ষষ্ঠ স্থানে আছে যুক্তরাজ্য। দেশটিতে মোট শনাক্ত রোগী ৫৫ লাখ ৬৩ হাজার ৬ জন ও মৃত্যু হয়েছে ১ লাখ ২৮ হাজার ৮৯৬১ জনের।

আক্রান্ত দেশের তালিকায় ইতালি রয়েছে দশম স্থানে। দেশটিতে মোট আক্রান্ত ৪২ লাখ ৯৭ হাজার ৩৩৭ জনে পৌঁছেছে। মারা গেছে মোট ১ লাখ ২৭ হাজার ৯০৫ জন। 

মেক্সিকো আক্রান্ত দেশের তালিকায় ১৬তম স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে চতুর্থ স্থানে। দেশটিতে মোট শনাক্ত রোগী ২৬ লাখ ৯৩ হাজার ৪৯৫ জন ও মৃত্যু হয়েছে ২ লাখ ৩৭ হাজার ২০৭ জনের।

তালিকায় বাংলাদেশের অবস্থান ২৬তম। দেশে এখন পর্যন্ত ১১ লাখ ৩৬ হাজার ৫০৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১৮ হাজার ৪৯৮ জনের। সেরে উঠেছেন ৯ লাখ ৬১ হাজার ৪৪ জন। 

সবচেয়ে লক্ষ্যণীয় যে বিষয়টি তা হলো, এই চীন সংক্রমণের নিরিখে শীর্ষ স্থান থেকে ১০৩ নম্বর স্থানে নেমে এসেছে।

চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় গত বছরের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি। আর ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে। গত ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপাইনে।

গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh