কোরবানির মাংস নিয়ে অভিমানে চারজনের বিষপান, শিশুর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২১, ১১:৪৪ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কক্সবাজারের মহেশখালীতে কোরবানির মাংস নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির জের ধরে একই পরিবারের চারজন বিষপান করেছে। এতে মায়নুর (১৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার (২১ জুলাই) রাত ১১টার দিকে মহেশখালীর সিপাহীপাড়া এলাকায় ইয়ার মোহাম্মদের বাড়িতে ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, ইয়ার মোহাম্মদের বোনের বাসা থেকে কুরবানির মাংস দেয়া হলে তা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দুপুরে কথা কাটাকাটি হয়। এর জের ধরেই স্বামীর সাথে অভিমান করে রাত ১১টার দিকে ঘরের দরজা বন্ধ করে সন্তান রাকিব (৫), নাফিজা (৩), মাইনুরকে (১৪) বিষ খাইয়ে নিজেও বিষ পান করেন মুরশেদা আক্তার।

পরে স্থানীয়রা কান্নাকাটির আওয়াজ শুনে গিয়ে দেখে দরজা বন্ধ। ডাকাডাকি করেও কোনো কাজ না হওয়ায় তারা দরজা ভেঙে প্রবেশ করে চারজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে মাইনুরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিদেরকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য জাকারিয়া।

মহেশখালীর থানার ওসি আবদুল হাই বলেন, কুরবানির মাংস নিয়ে অভিমান করে একটি পরিবারের সবাই বিষপানের খবর পেয়ে মহেশখালী থানা পুলিশের একটি টিম রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার বিস্তারিত আরো খতিয়ে দেখা হচ্ছে।  

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh