তাহিরপুরে আগত পর্যটকদের জরিমানা

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২১, ০৪:১৬ পিএম

নির্দেশনা অমান্য করায় পর্যটকদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

নির্দেশনা অমান্য করায় পর্যটকদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

করোনাভাইরাস রোধে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সকল পর্যটন স্পটগুলোতে পর্যটকদের পরিবহনকারী নৌকা ও পর্যটক আসা পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করেছিল উপজেলা প্রশাসন।

এই নির্দেশনা অমান্য করায় বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে  ৪টি পর্যটকগ্রুপকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলা উদ্দিন। 

জানা যায়, সকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বেশকিছু পর্যটকদের পরিবহণকৃত নৌকাসহ বিভিন্ন যানবাহন ফেরত দেয়া হয়েছে। 

এছাড়া নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতে ৪টি মামলায় ৪টি পর্যটকগ্রুপকে মোট ৫০০০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ সময় তিনি পর্যটক বহন না করার জন্য সকল নৌযান চালকদের ও নৌ-ঘাটের দায়িত্বশীলদের নির্দেশনা দেন। এবং এব্যাপারে তাহিরপুর থানা পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি। সবাইকে স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানান। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলা উদ্দিন বলেন, নির্দেশনা অমান্যকারীদের কঠোরভাবে দমন করা হবে। কোন ছাড় দেয়া হবে না। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh