আইসোলেশনে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার সব ক্রিকেটার

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ জুলাই ২০২১, ০৮:৩২ এএম

ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার ক্রিকেটার

ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার ক্রিকেটার

ওয়েস্ট ইন্ডিজ ও সফরকারী অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় একদিনের ম্যাচ স্থগিত করা হয়েছে। জৈব সুরক্ষা বলয়ে করোনা আক্রান্ত শনাক্তের ঘটনায় এই সিদ্ধান্ত নিয়েছে দুই দেশের বোর্ড।

বৃহস্পতিবার (২২ জুলাই) দ্বিতীয় ওয়ানডে শুরুর প্রাক্বালে বলয়ে থাকা এক সদস্যের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। যদিও তিনি কোন দলের সদস্য তা প্রকাশ করা হয়নি। জৈব সুরক্ষা বলয়ে করোনা আক্রান্ত শনাক্ত হওয়ায় দুই দলকেই আইসোলেশনে পাঠানো হয়েছে, তাদের সাথে আইসোলেশনে জৈব সুরক্ষা বলয়ে থাকা বাকি সব সদস্যও।

বলয়ে করোনা ছড়িয়ে পড়ায় শঙ্কায় পড়েছে অস্ট্রেলিয়া জাতীয় দলের বাংলাদেশ সফরও। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করেই বাংলাদেশের বিমানে চেপে বসার কথা অজিদের। বাংলাদেশের বিপক্ষে আগামী মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে দলটি।

ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়। দ্বিতীয় ম্যাচের প্রস্তুতিও চলছিল ঠিকঠাক। অস্ট্রেলিয়া টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তও নেয়। 

তবে বল মাঠে গড়ানোর আগমুহূর্তে জানা যায়, সর্বশেষ করোনা পরীক্ষার বলয়ে থাকা একজনের দেহে মিলেছে ভাইরাসের উপস্থিতি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh