টিকা গ্রহণের বয়সসীমা ১৮ হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২১, ০২:৩৮ পিএম

করোনা টিকা গ্রহণকারীদের বয়সসীমা ১৮ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

করোনা টিকা গ্রহণকারীদের বয়সসীমা ১৮ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

করোনা টিকা গ্রহণকারীদের বয়সসীমা ১৮ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ব্যাপারে শিগগিরই ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। 

শুক্রবার (২৩ জুলাই) রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার খোঁজ নিতে এসে তিনি এসব কথা বলেন।

এ সময় করোনা রোগীর চাপ সামাল দিতে সরকার প্রস্তুতি রয়েছে বলেও তিনি জানান। এর পাশাপাশি রাজধানীতে আরও ২-৩ জায়গায় ফিল্ড হাসপাতাল করার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে উল্লেখ করে স্বাস্থ্যের ডিজি বলেন, জেলা পর্যায়েও প্রয়োজন হলে ফিল্ড হাসপাতাল করার নির্দেশনা দেওয়া আছে। প্রান্তিক পর্যায়ে টিকাদান সহজ করতে শুধু এনআইডি দেখিয়ে টিকা নেওয়ার ব্যবস্থা করা যায় কি না, তাও বিবেচনায় রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh