অলিম্পিকের বিশেষ সম্মাননা পেলেন ড. ইউনূস

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ জুলাই ২০২১, ০৭:০৪ পিএম | আপডেট: ২৩ জুলাই ২০২১, ০৭:২৫ পিএম

বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে ‘অলিম্পিক লরেল’ নামের বিশেষ সম্মাননা দেয়া হয়েছে।

শুক্রবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় শুরু হয় টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে অ্যাথলেটদের প্যারেড শুরুর আগে ভার্চুয়ালি তাকে এই সম্মাননা দেয়া হয়।

সম্মাননা পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভ্যারিফায়েড পেজে অনুভূতির কথা জানিয়েছেন ড. ইউনূস।

তিনি লিখেছেন, অলিম্পিক লরেল পেয়ে আমি সম্মানিত ও অভিভূত। এটা খুব দুঃখজনক আপনাদের সঙ্গে টোকিওতে থাকতে পারিনি। আইওসি খেলার সামাজিক প্রসার বাড়ানোকে খুব গুরুত্বের সঙ্গে নিয়েছে। আপনারা অ্যাথলেটরা পৃথিবী বদলানোর নেতৃত্ব দিতে পারেন। 

অ্যাথলেটদের উদ্দেশে ইউনূস বলেন, পৃথিবীকে এইসব বিষয়ে শূন্যে নিয়ে আসতে পারেন আপনারা। শূন্য কার্বন নিঃসরণ, সম্পদ কেন্দ্রিভূত করে দারিদ্রতা বাড়ানো শূন্য ও বেকারত্ব দূর করতে সবার মধ্যে উদ্যক্তা হওয়ার শক্তি ছড়িয়ে দিয়ে সহায়তা করতে পারেন।

খেলাধুলার উন্নয়নের জন্য বিশেষ কাজের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা পেয়েছেন ইউনূস। ২০০৬ সালে ক্ষুদ্র ঋণ দিয়ে দারিদ্র্য কমানোর স্বীকৃতিস্বরূপ নোবেল পান তিনি।

পাঁচ বছর আগে ‘অলিম্পিক লরেল’ সম্মাননা দেয়া শুরু করে আইওসি। সংস্কৃতি, শিক্ষা ও শান্তিতে প্রচেষ্টার স্বীকৃতি ও ক্রীড়াঙ্গনের উন্নতির জন্য এই সম্মাননা দেয়া শুরু করে তারা।

২০১৬ রিও অলিম্পিকে প্রথমবারের মতো এই পুরস্কার দেয়া হয় কেনিয়ার সাবেক অলিম্পিয়ান কিপ কাইনোকে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh