এসপি পদমর্যাদার ৩৮ কর্মকর্তার র‍্যাবে পদায়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২১, ১১:০৯ পিএম

বাংলাদেশ পুলিশ।

বাংলাদেশ পুলিশ।

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৩৮ কর্মকর্তাকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) পদায়ন বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রবিবার (২৫ জুলাই) মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বেতন ভাতাদি উত্তোলনের সুবিধার্থে র‌্যাবে উপপরিচালক পদে পদায়ন বাতিলপূর্বক ‘পুলিশ সুপার’ পদমর্যাদার ৩৮ কর্মকর্তাকে পুলিশ সদরদফতরে সংযুক্তি প্রদান করা হলো।

পদোন্নতি পাওয়া ৪৮ জন পুলিশ কর্মকর্তাকে র‌্যাবে পদায়ন করে ১৬ মে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তাদের মধ্য থেকে ৯ জনকে ১ জুলাই র‌্যাবের বিভিন্ন ব্যাটালিয়নে নিয়োগ দেয়া হয়।

বাকি একজনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh