গাজায় ফের ইসরাইলি বিমান হামলা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ জুলাই ২০২১, ০৩:৪১ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি অঞ্চল থেকে ইসরাইলে গ্যাস বেলুন পাঠানোর পর তেল আবিব গতকাল রবিবার (২৫ জুলাই) এ বিমান হামলা চালায়। 

ফিলিস্তিনের নিরাপত্তা সূত্র বলছে, গাজার উত্তরাঞ্চলের খোলা জায়গা ও দক্ষিণাঞ্চলীয় খান ইউনুসে হামাসের সামরিক প্রশিক্ষণ এলাকায় ইসরাইল এ হামলা চালিয়েছে। 

তবে এতে কোনো পক্ষ থেকেই ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া হামলা নিয়ে ইসরাইলি সেনাবাহিনীও কোনো মন্তব্য করেনি। 

তবে ফিলিস্তিনের বেসামরিক বিষয়ক সামরিক শাখা (সিওজিএটি) এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকা থেকে অব্যাহতভাবে গ্যাস বেলুন পাঠানো হচ্ছিল। এটি ইসরাইলি সার্বভৌমত্বের লংঘন। 

সিওজিএটি এ জন্য হামাসকে দায়ী করে বলেছে, ইসরাইলি জনগণের বিরুদ্ধে এই সহিংসতার পরিণাম হামাসকে ভোগ করতে হবে। -এএফপি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh