টোকিও অলিম্পিকসের তৃতীয় রাউন্ডে ওসাকা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২১, ০৫:০৬ পিএম

দ্বিতীয় রাউন্ডের ম্যাচে খেলছেন জাপানের নেওমি ওসাকা

দ্বিতীয় রাউন্ডের ম্যাচে খেলছেন জাপানের নেওমি ওসাকা

অলিম্পিক টেনিসে দারুণ সাফল্য পেয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন নেওমি ওসাকা। রবিবার (২৫ জুলাই) শীর্ষ বাছাই অ্যাশলি বার্টি হেরে যাওয়ার পর ওসাকাই স্বর্ণ জয়ের পথে এগিয়ে আছেন।

সোমবার (২৬ জুলাই) জাপানের তারকা ওসাকা মুখোমুখি হয় সুইজারল্যান্ডের ভিক্টোরিয়া গলুবিকর। ম্যাচে সরাসরি ৬-৩, ৬-২ গেমে ম্যাচ জিতে পরের রাউন্ডে পৌঁছান ওসাকা। দুই দিনের টানা দুই ম্যাচ খেলতে হলেও, ওসাকার খেলায় ছিল না কোনো ধরনের ক্লান্তির ছাপ।

টোকিওর আরিয়াকে টেনিস পার্কে প্রথম সেটে ৩-৩ গেমে সমতায় থাকা অবস্থা থেকে টানা সাত গেম জেতেন ওসাকা। দ্বিতীয় সেটে ৪-০ গেমে পিছিয়ে যাওয়ার পর নিজের প্রথম গেম জেতেন গলুবিক। তাতে খুব এক লাভ হয়নি। ওসাকাকে থামাতে পারেননি ৪৯তম বাছাই এই সুইস।

সহজ জয়ের পর ওসাকা জানালেন কিছুটা নার্ভাস ছিলেন। কিন্তু ম্যাচ শুরু হয়ে যাওয়ার পর আর কোনো ধরনের স্নায়ুচাপ বোধ করেননি তিনি।

ম্যাচ শেষে ওসাকা বলেন, ‘ম্যাচ শুরুর আগে কিছুটা নার্ভাস লাগছিল। বেশ স্নায়ুচাপে ভুগছিলাম। খেলা শুরু হওয়ার পর বেশ নিশ্চিন্ত ছিলাম। জানতাম ভালো খেলব।’

বার্টির বিদায়ের পর নারী এককের স্বর্ণ জেতায় যে তিনিই এখন ফেভারিট, সেটা মাথায় আছে ওসাকার। তবে সেই বাড়তি চাপ নিচ্ছেন না। নিজের খেলাটা উপভোগ করতে চান চারটি গ্র্যান্ড স্ল্যামজয়ী তারকা।

ওসাকা বলেন, ‘এখানে স্বর্ণ জেতাটা অবশ্যই অনেক বড় ব্যাপার হবে। সেটা করতে হলে পুরো একটা টুর্নামেন্টের মতোই একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। যাদের বিপক্ষে খেলছি তারা বিশ্বের সেরা খেলোয়াড়।

‘আমি বেশ কয়েক দিন খেলিনি তাই ম্যাচ বাই ম্যাচ যাওয়ার চেষ্টা করছি। সব মিলিয়ে এখানে খেলতে পেরে আমি খুবই খুশি।’

বার্টিকে হারিয়ে অঘটনের জন্ম দেয়া স্পেনের সারা তোরমোও পৌঁছেছেন তৃতীয় রাউন্ডে। ফ্রান্সের ফিওনা ফেরোকে ৬-১, ৬-৪ গেমে হারান তোরমো।

ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন বারবোরা ক্রেইচিকোভাও সহজ জয়ে পৌঁছেছেন তৃতীয় রাউন্ডে। চেক রিপাবলিকের এই গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন ৬-২, ৬-৪ গেমে উড়িয়ে দেন ক্যানাডার লেইলাহ ফার্নানদেসকে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh