কক্সবাজারের নতুন উপজেলা ঈদগাঁও

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২১, ০৫:২৭ পিএম

কক্সবাজারের নতুন উপজেলা ঈদগাঁও। ফাইল ছবি

কক্সবাজারের নতুন উপজেলা ঈদগাঁও। ফাইল ছবি

কক্সবাজার জেলার ঈদগাঁওকে উপজেলা হিসেবে অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকা)। যা কক্সবাজারের নবম উপজেলা হিসেবে অনুমোদন পেল।

সোমবার (২৬ জুলাই) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ১১৭তম (ভার্চুয়াল) সভায় এই সিদ্ধান্ত হয়।

কক্সবাজার জেলা প্রশাসন সূত্র মতে, নিকার সভার কার্যতালিকায় দেশের বিভিন্ন এলাকার ৮টি গুরুত্বপূর্ণ এজেন্ডার মধ্যে ঈদগাঁওকে উপজেলায় রূপান্তরের বিষয়টি স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবনায় এক নম্বরে রাখা হয়েছে। নতুন অনুমোদন পাওয়া ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়ন হচ্ছে- ঈদগাঁও, ইসলামপুর, ইসলামাবাদ, জালালাবাদ, পোকখালী। এ নতুন উপজেলার জনসংখ্যা প্রায় এক লাখ ২৫ হাজার। 

কক্সবাজার জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক শ্রাবস্তী রায় বলেন, ঈদগাঁওকে নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত অনুমোদনের বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে এ সংক্রান্ত কোন চিঠিপত্র আমরা এখনও হাতে পাইনি।

এর আগে ২০১৯ সালের ১৯ অক্টোবর প্রশাসনিক পূণর্বিন্যাস সংক্রান্ত জাতীয় কমিটির (নিকার) এক সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী গেজেট প্রকাশ করে ঈদগাঁও থানা গঠন করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh