চতুর্থ দিনেও সিএনজি-ভ্যানে ঢাকা ফিরছে মানুষ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ জুলাই ২০২১, ০৭:৪০ পিএম | আপডেট: ২৬ জুলাই ২০২১, ০৭:৪১ পিএম

বিধিনিষেধ উপেক্ষা করে ভ্যানে ঢাকায় ফিরছে মানুষ। ছবি: স্টার মেইল

বিধিনিষেধ উপেক্ষা করে ভ্যানে ঢাকায় ফিরছে মানুষ। ছবি: স্টার মেইল

মহামারি করোনাভাইরাস সংক্রমণ রোধে ঈদ পরবর্তী সারাদেশে চলছে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ। সরকারের কঠোর বিধিনিষেধ এর ফলে বন্ধ রয়েছে যাত্রীবাহী বাসসহ অন্যান্য গণপরিবহন। তবে থেমে নেই মানুষের ঢাকায় যাত্রা।

সোমবার (২৬ জুলাই) কঠোর লকডাউনের দিনে চতুর্থ দিনে সারাদেশ থেকে অসংখ্য মানুষ ঢাকায় ঢুকছেন। বাস-লঞ্চ বন্ধ থাকায় গন্তব্যে পৌঁছতে তারা বিকল্প যান হিসেবে বেছে নিচ্ছে থ্রি-হুইলার, মাইক্রোবাস বা প্রাইভেট কার। আবার এসব যানের কাছে পৌঁছতে উঠতে হচ্ছে ভ্যানগাড়ি বা রিকশায়। কেউ বা আবার পায়ে হেটেও গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করছেন।

সরেজমিনে রাজধানীর আমিনবাজার ব্রীজ এলাকায় দেখা যায়, অসংখ্য মানুষ স্ত্রী ও শিশু সন্তানদের নিয়ে ঢাকায় ফিরছেন। পুলিশ চেক পোস্ট পার হতে পারলেই তারা পেয়ে যাচ্ছেন কোন না কোন যানবাহন।

গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় দেখা যায় যাত্রীর অপেক্ষায় দাড়িয়ে থাকতে সিএনজি, অটোরিকশা, রিকশা, মোটরসাইকেল। কয়েকগুন বেশি ভাড়া নিয়ে গন্তব্যে পৌঁছে দিচ্ছেন যানবাহন চালকরা।

স্ত্রী ও শিশু সন্তান নিয়ে ঢাকায় ফেরা ফরিদপুরের বাসিন্দা আলাউদ্দিন মিয়া বলেন, ‘পণ্যবাহী ট্রাকের পেছনে বসে দৌলদিয়া পর্যন্ত এসেছি। সেখান থেকে এ পর্যন্ত সিএনজি যোগে ৮০০ টাকা জনপ্রতি ভাড়া দিয়ে এসেছি।

শাকিল নামের আরেক যুবক বলেন, ‘চেয়েছিলাম মোটরসাইকেলে আসব। কিন্তু মোটরসাইকেলে জনপ্রতি ১৫০০ টাকা ভাড়া দাবি করায় সিএনজিতে এসেছি। 

গাবতলী চেক পোস্টে দায়িত্ব থাকা পুলিশ সদস্যরা জানান, মানুষ অসচেতন। তাদের আটকানো যাচ্ছে না। নানা অজুহাতে বাইরে বের হচ্ছে। কিছু মানুষ ঢাকা আসছে তারা চেকপোস্ট ফাঁকি দিয়ে বিভিন্ন ভাবে ঢাকায় আসছেন।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, এভাবে গাদাগাদি করে ঢাকায় ফিরলে করোনা সংক্রমণ আরো বৃদ্ধি পাবে। তখন পরিস্থিতি আরো ভয়াবহ হবে। এ অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হওয়ার পরামর্শ দেন তারা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপরিদর্শক মো. শামীম হোসাইনের বলেন, ‘ঈদের পরে ব্যাংক, বিমাসহ সরকারি-বেসরকারি অনেক অফিস খুলেছে। ফলে রাস্তায় ব্যক্তিগত গাড়ি বেড়ে গেছে। আর এ কারণে ঢাকায় ফিরছেন মানুষ। তবে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। 

একই অবস্থা ঢাকার অন্যান্য প্রবেশপথ গুলোতে। অন্য দিনের মতো আজও নানা অযুহাত দেখিয়ে পথে নেমেছে মানুষ। এছাড়া চেকপোস্টে নেমে কিছুদূর হেটে গিয়ে আবারও রিকশা উঠে গাদাগাদি করে তারা যাত্রা করছেন। এছাড়া ঢাকায় ঢুকতে ​উল্টো পথও ব্যবহার করছেন অনেকে।

কিছুকিছু চেকপোস্টে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতাতেও দেখা গেছে ঢিলে ভা‌ব। এমন অবস্থা চলতে থাকলে পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh