৯৭ বছর পর ফিলিপাইনের স্বর্ণ খরা মেটালেন ডিয়াজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২১, ১১:৩১ পিএম

স্বপ্ন ছোঁয়ার পর ডিয়াজের কান্না

স্বপ্ন ছোঁয়ার পর ডিয়াজের কান্না

ফিলিপাইনের অলিম্পিক ইতিহাসে খোদাই করা হয়ে গেল ভারোত্তোলক হিডিলিন ডিয়াজের নাম। দেশটির প্রায় শত বছরের অলিম্পিক ইতিহাসে একটি স্বর্ণ না পাওয়ার আক্ষেপ মিটিয়েছেন ডিয়াজ।

আর তাতেই লেখা হলো ইতিহাস। ফিলিপাইনের ঘরে ঘরে উল্লাসের মুহূর্ত উপহার দিয়েছেন এই নারী ক্রীড়াবিদ।

ভারোত্তোলনের ৫৫ কেজি ইভেন্টে স্বর্ণ জেতেন ডিয়াজ। হারান বিশ্বরেকর্ডধারী চায়নার লিয়াও কিউইয়ুনকে। লিয়াও ২২৩ কেজির টার্গেট ছুঁড়ে দেন ডিয়াজকে। লক্ষ্য ছাপিয়ে বিশ্বরেকর্ড গড়েন এই ফিলিপাইনের ক্রীড়াবিদ।

লিওয়াকে সিলভার নিয়ে খুশি থাকতে হয়। আর কাজাখস্তানের জুলফিয়া সিনশানলোকে ব্রোঞ্জ নিয়েই তৃপ্ত থাকতে হয় এই ইভেন্টে।

বিশ্বরেকর্ডের পাশাপাশি দেশের অলিম্পিক ইতিহাসের অধরা স্বর্ণটি এনে দিলেন ডিয়াজ। ১৯২৪ সালে অলিম্পিকে অভিষেক করে ৩টি সিলভার ও ৭টি ব্রোঞ্জ জেতা ফিলিপাইন প্রথমবারের মতো স্বর্ণ জিতেছে ৯৭ বছর পর।

রিও অলিম্পিকে সিলভার জেতার পর স্বর্ণে স্বপ্নটা টোকিও পর্যন্ত বয়ে নিয়ে এনেছেন ডিয়াজ। বারটি মাটিতে ফেলার আগেই জয়ের কান্নায় ভেঙে পড়েন ৩০ বছর বয়সী এই ভারোত্তোলক।

যেন স্বপ্ন ধরা দিয়েছে বাস্তবে। বিশ্বাসই হচ্ছে না ডিয়াজের, ‘এটা অবিশ্বাস্য, স্বপ্ন সত্যি হলো। আমি ফিলিপাইনের তরুণ প্রজন্মকে বলবো, তোমরাও এই স্বর্ণ জিততে পারো। শেষ পর্যন্ত আমি এটা করতে পেরেছি দেখে ভালো লাগছে।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh