টোকিও অলিম্পিক

টেনিসের সেমি ফাইনালে জকোভিচ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২১, ০৬:০২ পিএম | আপডেট: ২৯ জুলাই ২০২১, ০৬:০৩ পিএম

কোয়াটার ফাইনালের ম্যাচে জকোভিচ

কোয়াটার ফাইনালের ম্যাচে জকোভিচ

টোকিও অলিম্পিকস টেনিসের সেমি ফাইনালে পৌঁছেছেন নোভাক জকোভিচ। ২০ গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা সরাসরি সেটে জিতে শেষ চার নিশ্চিত করেছেন।

এই বছর গোল্ডেন ক্যারিয়ার স্ল্যামের আশায় থাকা জকোভিচ কোয়ার্টারে জাপানের কেই নিশিকোরিকে সরাসরি সেটে হারান।

প্রথম সেট ৬-২ গেমে জিতে দ্বিতীয় সেটে আরও আধিপত্য নিয়ে ৬-০ গেমে নিশিকোরিকে উড়িয়ে দেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।

এ নিয়ে টানা ২২ ম্যাচ জিতেছেন ২০০৮ অলিম্পিকসে ব্রোঞ্জ জেতা এই সার্বিয়ান।

এই বছর অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন জেতা জকোভিচ অলিম্পিকস স্বর্ণ আর ইউএস ওপেন জিততে পারলেই গোল্ডেন স্ল্যাম জেতার বিরল কীর্তি গড়বেন।

এর আগে ১৯৮৮ সালে জার্মান টেনিস গ্রেট স্টেফি গ্রাফ এই কৃতিত্ব দেখান।

ব্যক্তিগত ইভেন্টের পাশাপাশি এবার ডাবলসেও অংশ নেন জকোভিচ। ইতিমধ্যে ডাবলসেও কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে তার দেশ সার্বিয়া।

জকোভিচের জয়ের দিনে অলিম্পিক থেকে বিদায় নিয়েছেন টেনিসের বিশ্ব র‌্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা ডানিল মেডভেডেভ।

স্পেনের পাবলো কারেনিয়ো বুস্তার কাছে ৬-২, ৭-৬ গেমে কোয়ার্টার ফাইনালে হেরে গেছেন এই দ্বিতীয় বাছাই।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh