চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গে ৪ জনের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২১, ১০:০১ এএম

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল

চুয়াডাঙ্গায় নতুন করে ১৫৯ জনের নমুনা পরীক্ষায় ৪৩ জন করোনা শনাক্ত হয়েছে। এ সময় করোনা আক্রান্তে দুইজন ও উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এ.এস.এম. ফাতেহ্ আকরাম জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। 

চুয়াডাঙ্গা সদর উপজেলায় ২১ জন, আলমডাঙ্গা উপজেলায় ১১ জন, দামুড়হুদা উপজেলায় পাঁচজন ও জীবননগরে ছয়জন রয়েছে। আক্রান্তের হার ২৭ দশমিক ০৪ শতাংশ। মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৯৯৪ জন। এদিন ৫৯ জন সুস্থসহ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৯০৩ জন। 

এদিন দুইজন করোনায় মৃত্যুবরণ করায় স্বাস্থ্য বিভাগের হিসেবে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭৬ জনে। তবে বেসরকারি হিসাবে আরো বেশি। চুয়াডাঙ্গায় বর্তমানে আক্রান্ত রোগী রয়েছেন ১ হাজার ৯১৫জন। তার মধ্যে হোম আইসোলেশনে আছে ১ হাজার ৮২৪ জন ও হাসপাতালে আছে ৯১ জন। 

এদিন আরো ৩৯৭ জনের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh