জলবসন্তের মতো ছড়াচ্ছে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট: সিডিসি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ জুলাই ২০২১, ০২:৪২ পিএম | আপডেট: ৩০ জুলাই ২০২১, ০৫:৫৪ পিএম

ফাইল ছবি।

ফাইল ছবি।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) এক অপ্রকাশিত তথ্যে বলা হয়েছে, ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট পুরো যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ছে এবং আরও তীব্র অসুস্থতা তৈরি করছে, এটি জলবসন্তের মতো দ্রুত ছড়িয়ে পড়ছে।

সেখানে আরও বলা হয়েছে, পুরোপুরি ভ্যাকসিন গ্রহীতারাও ভ্যাকসিন না নেওয়াদের মতো করেই ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তার ঘটাতে পারেন।

একজন ফেডারেল স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন, শুক্রবার প্রকাশিত হতে পারে ওই তথ্য। সেখানে সিডিসির নতুন মাস্ক নিয়মাবলির একটি বড় ভূমিকার কথা বলা হয়েছে। সেখানে পুরোপুরি ভ্যাকসিন গ্রহীতাদের ‘যথেষ্ট পরিমাণে’ ও ‘উচ্চ’ পরিমাণে’ সংক্রমণের ঝুঁকি থাকলে ঘরের ভেতরেও মাস্ক পরার কথা বলা হচ্ছে।

ফেডারেল স্বাস্থ্য কর্মকর্তা বলেন, যদিও এটি বিরল, আমরা বিশ্বাস করি, স্বতন্ত্রভাবে ভ্যাকসিনযুক্তরা ভাইরাস ছড়াতে পারে, এজন্য আমরা আমাদের সুপারিশগুলো আপডেট করেছি।

যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ আবার বেড়েছে। জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য বলছে, গত এক সপ্তাহে সেখানে প্রতিদিন গড়ে ৬১ হাজার ৩০০ মানুষ আক্রান্ত হয়েছে। এর আগে জুনের ২২ তারিখে সেখানে আক্রান্ত হয়েছিলো ১১ হাজার ২৯৯ জন।

সিডিসি ডিরেক্টর ড. রচেল ওয়ালেন্সকি বলেন, আগের ভ্যারিয়েন্টগুলোতে ভ্যাকসিন গ্রহীতারা আক্রান্ত হলেও অন্যদের মধ্যে সংক্রমণ ছড়াতে পারতো না। কিন্তু সম্প্রতি যারা ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন তারা অন্যদের শরীরেও তা প্রবাহিত করতে পারছেন।

বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকানদের আরও বেশি বেশি ভ্যাকসিন দেওয়ার জন্য নতুন ‍নতুন পদক্ষেপ নেওয়া হবে বলে জানান।

তিনি বলেন, খবরগুলো পড়ুন। আপনি হাসপাতালগুলোতে ভ্যাকসিন ছাড়া রোগীদের গল্প দেখতে পাবেন, যেহেতু তারা করোনা আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে মারা যাচ্ছেন, তারা জিজ্ঞাসা করছেন, ডাক্তার, আমি কি ভ্যাকসিন পেতে পারি?

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh