পলিয়ার ওয়াহিদের একগুচ্ছ কবিতা

প্রকাশ: ৩০ জুলাই ২০২১, ০৪:০১ পিএম | আপডেট: ৩০ জুলাই ২০২১, ০৪:১৮ পিএম

পলিয়ার ওয়াহিদ

পলিয়ার ওয়াহিদ

সুবেহ সাদেকের গান 

মসজিদে ঘুম ভাঙানো গজল গাইছে কেউ
নিবু নিবু জেগে আছে মিনার ও মহাসড়ক
প্রহরী ও পতিতাদের ঘরে ফেরার মৌসুম
কার চোখে ঘুমের বদলে নেমে আছে জল?
হে রাতের অতিথি
কাউকে সুখী করার মন্ত্র শিখিয়ে দাও

অনেক ছোট ছোট ভুল আর অপরাধে
হয়তো কেউ গেঁথে ফেলবে সাধের জীবন
তসবির দানার মতো জপতে জপতে
সেও ঘুমিয়ে পড়বে সকালের বুকে
হে দিনের আলো
লজ্জিত হওয়ার এই তো সময়!

বৃক্ষ ও পাখিরা জেগে উঠছে
সহবাসে ব্যস্ত রমণীরা প্রেমিককে নামিয়ে দেবে নিচে
পবিত্র হওয়ার তাড়নায় মিটিয়ে নেবে সুখ
ভেজা চুলে তারা দাঁড়িয়ে যাবে প্রভুর সাক্ষাতে
মিষ্টি মুখে বিলিয়ে দেবে হাসি
আহ সূর্যটা আজ দারুণ ফর্সা আর গোলগাল!


লেডি অব সাইলেন্স

শান্ত বিড়ালের পায়ের মতো নিঃশব্দে 
ঢুকে পড়ে বুকের অলিন্দে আমার 
রক্তিম ঢেউ ভেসে বেড়ায় একা একা
বেদনার্ত চোখে উজ্জ্বল হাসির টুকরো
দূরে ও অদূরে সমান ছায়ায় দাঁড়িয়ে
সে বাড়িয়েছে হাত ও হৃদয়ের ডানা
মিষ্টি চোখে ফেরি করে বিষাদ
অপেক্ষার-ক্লান্তির..

মাটির পুতুলের স্তনের মতো মেপে মেপে বানানো স্বপ্ন
যতটা ক্ষত ও ক্ষতি হোক তবু সে আমার
গচ্ছিত করে নির্জন নদীর সবুজ সাঁকো

পরানের কন্যা

আগুনের তাপে গলে লোহা
অপমানে পোড়ে মন
লেনদেন করেন শরীর
মাংসের চাহিদা ক্ষণ

মরে যাবো বলে বেঁচে আছি
এ কথা সত্যই বলা মিছে
এমন জীবন চাইনি কখনো
আয়ু কাটে যার বিছে

লুকাতে যাইনি নিজের গোপন
ভাবিনি অসৎ কিছু
ঠিক-বেঠিকের মাঝেই ঘুরেছি
থেকেছি প্রেমের পিছু

তবুও আগুন নুনের কাহন
শোনাতে করেনি বাকী
কাব্যের লাইগা সব অপবাদ
ছাড়িনি শরব সাকি

ঘরের মানুষ কেঁকায় ব্যথায়
জানাতে আমার মান
ওহে কন্যা তোমার জন্যই
করি জান কোরবান

নিরাকার

আমি যার প্রেমে পড়েছি মাবুদ
তার আছে টক ফলের বাগান

যে আমার প্রেমে পড়েছিল দেবী
তিনি এক মিষ্টি মাংসের দোকানী

আমাদের ভালোবাসার যিনি মালিক
তাঁর আছে মস্ত পাখির আড়ৎ
খাঁচার ইশকুলে ভর্তি হচ্ছে পালক
দয়াল আমারে দিও না তুমি ফেরত।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh