টোকিও অলিম্পিক

সাঁতারে নিজেদের রেকর্ড ভেঙ্গেও বাদ আরিফুল-জুনাইনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২১, ০৫:০৭ পিএম

আরিফুল ইসলাম ও জুনাইনা আহমেদ

আরিফুল ইসলাম ও জুনাইনা আহমেদ

টোকিও অলিম্পিকের ৫০ মিটার ফ্রি স্টাইল হিটে নিজেদের রেকর্ড ভেঙেও বাদ পড়তে পেড়েছন  বাংলাদেশের দুই সাঁতারু আরিফুল ইসলাম ও জুনাইনা আহমেদ।

শুক্রবার (৩০ জুলাই) বিকেলে টোকিওর অ্যাকুয়েস্টিক সেন্টার পুলে প্রথমে নামেন আরিফুল এরপরে জুনাইনা। দুজনেই ক্যারিয়ার সেরা পারফরম্যান্স করেছেন; কিন্তু ভাগ্য সহায় হয়নি।

টোকিওর অ্যাকুয়াটিক সেন্টারে ৫০ মিটার ফ্রি-স্টাইলের ৪ নম্বর হিটে পুলে নামেন আরিফুল ইসলাম। দেশসেরা এই সাঁতারু হিটে তৃতীয় হন।

বাদ পড়লেও নিজের ব্যক্তিগত সেরা টাইমিং করেন আরিফুল। ২৪.৮১ সেকেন্ড সময় নেন তিনি। এর আগে, ২০১৯ সালের চীনের কুয়াংচউয়ের বিশ্বচ্যাম্পিয়নশিপে ২৪.৯২ সেকেন্ড টাইমিং করেন তিনি। টোকিওতে ছাড়িয়ে গেলেন আগের সেরা টাইমিংকে।

৫০ মিটার ফ্রি-স্টাইলে নারীদের ইভেন্টে আরিফুলের মিনিট বিশেক পর নামেন জুনায়না। লন্ডন প্রবাসী এই সাঁতারু ৩ নম্বর হিটে পুলে নামেন। ২৯.৭৮ সেকেন্ড সময় নিয়ে পঞ্চম হন তিনি।

জুনায়নাও ছাড়িয়েছেন নিজের আগের সেরা টাইমিং। কুয়াংচউয়ের বিশ্বচ্যাম্পিয়নশিপে ৩০.৯৬ সেকেন্ড সময় নিয়েছিলেন তিনি।

এবারের আসরের আগে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৃত্তি নিয়ে ফ্রান্সের প্যারিসে উচ্চতর অনুশীলনে ছিলেন আরিফুল ইসলাম। তিন বছর ধরে সেখানেই অনুশীলন করে গেছেন তিনি।

ফ্রান্স থেকেই জাপানে যোগ দেন এই সাঁতারু। অন্যদিকে ইংল্যান্ডে অনুশীলন চালিয়ে গেছেন জুনায়না।

টোকিও অলিম্পিকসে বাংলাদেশের ৬ অ্যাথলিটের মধ্যে ৫ জনই নিজেদের ইভেন্টে অংশ নিয়েছেন।

বাকি আছেন শুধু স্প্রিন্টার জহির রায়হান। রোববার নিজের ইভেন্ট ৪০০ মিটার স্প্রিন্টের হিটে অংশ নেবেন তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh