করোনায় মৃত্যু-শনাক্ত কমেছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২১, ০৬:০৯ পিএম | আপডেট: ৩০ জুলাই ২০২১, ০৬:৩১ পিএম

গ্রাম থেকে করোনা রোগীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসছে। ছবি: স্টার মেইল

গ্রাম থেকে করোনা রোগীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসছে। ছবি: স্টার মেইল

গত একদিনে দেশে করোনাভাইরাসে আক্রান্ত ২১২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে করোনায় ২০ হাজার ৪৬৭ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অধিদফতরের হিসাবে, একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৮৬২ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১২ লাখ ৪০ হাজার ১১৫ জন।

এর আগে গতকাল বৃহস্পতিবার ২৩৯ জনের মৃত্য এবং ১৫ হাজার ২৭১ জন আক্রান্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতর বলছে, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৮ হাজার ৫৬৮ জনের। পরীক্ষা করা হয়েছে ৪৫ হাজার ৪৪টি। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩০ দশমিক ৭৭ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৭ লাখ ৮ হাজার ৯১৪টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ০৮ শতাংশ।

মৃত ২১২ জনের মধ্যে ১১৯ জন পুরুষ এবং ৯৩ জন নারী। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৩ হাজার ৮৬৯ জন এবং নারী ৬ হাজার ৫৯৮ জন। এদের মধ্যে ৯ জন বাসায় মারা গেছেন। একজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। বাকিরা হাসপাতালে মারা গেছেন। 

মৃতদের মধ্যে ঢাকা বিভাগেরই ৬৫ জন। এছাড়া চট্টগ্রামে ৫৩, রাজশাহীতে ১৩, খুলনায় ৩৬, বরিশালে ১১, সিলেটে ১৭, রংপুরে ৯ ও ময়মনসিংহে ৮ জন মারা গেছেন।

গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ৯, ৮১ থেকে ৯০ বছরের ১১, ৭১ থেকে ৮০ বছরের ৩২, ৬১ থেকে ৭০ বছরের ৬৯, ৫১ থেকে ৬০ বছরের ৪৮, ৪১ থেকে ৫০ বছরের ২৫, ৩১ থেকে ৪০ বছরের ১৫, ২১ থেকে ৩০ বছরের ৫ ও ১১ থেকে ২০ বছরের একজন মারা গেছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh