লকডাউন কোনো সমাধান নয়: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২১, ০৬:২৯ পিএম

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

করোনা মোকাবেলায় লকডাউন ও কারফিউ কোনো সমাধান নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

শুক্রবার (৩০ জুলাই) দুপুরে, এক বিবৃতিতে জি এম কাদের বলেন, করোনা মোকাবিলায় কারফিউ ও লকডাউন কোনো সমাধান নয়। করোনার গণটিকাদান কর্মসূচির আরও জোরদার করতে হবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করতে হবে। পাশাপাশি সংক্রমণপ্রবন এলাকায় করোনার ফিল্ড হাসপাতাল নির্মাণ করে পর্যাপ্ত ডাক্তার ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগ দিতে হবে। সংক্রমণ প্রবণ এলাকায় করোনা চিকিৎসায় ফিল্ড হাসপাতাল নির্মাণ করে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার ও অন্যান্য স্বাস্থ্যকমী নিয়োগ দিতে হবে।

এ সময় জি এম কাদের আরো বলেন, সরকারের পক্ষ থেকে যে সাহায্য দেয়া হচ্ছে তা অত্যন্ত অপ্রতুল। তাই দেশের বর্তমান পরিস্থিতিতে করোনা মোকাবিলায় লকডাউন ও কারফিউ কোনো সমাধান দিতে সক্ষম হচ্ছে না।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh